Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবন্যার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করলেন রাজস্ব দপ্তরের আধিকারিক

বন্যার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করলেন রাজস্ব দপ্তরের আধিকারিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : গত চার দিন প্রবল বৃষ্টিতে এখন পর্যন্ত সাড়ে চার শতাধিক শিবির খোলা হয়েছে। শিবিরের মধ্যে বর্তমানে ৬৫ হাজার ৪০০ মানুষ আশ্রয় নিয়েছে। তাদের সঠিকভাবে খাবার দাবারে ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের শারীরিক দিকে নজর রাখতে স্বাস্থ্য দপ্তরের টিম বৃহস্পতিবার থেকে অস্থায়ী শিবিরগুলোতে যাচ্ছে। এদিন বিকেলে সচিবালে সাংবাদিক সম্মেলন করে রাজস্ব দপ্তরে সচিব বিজেস পান্ডে এই কথা জানান।

 তিনি জানান এখনো রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ২২ আগস্ট ধলাই জেলা, দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং সিপাহী জলা জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ২৪ আগস্ট ধলাই জেলা, দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং সিপাহীজলা জেলায় অতি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তিনি আরো জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে এখন পর্যন্ত ১৫১ টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে, ৩১০ কিলোমিটার বিদ্যুতের লাইন ক্ষতি হয়েছে, দুটি সাব সেন্টার নষ্ট হয়েছে।

 যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে সংস্কার করে মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট নিগম কর্তৃপক্ষ। আরো বলেন রাজ্যে এখন পর্যন্ত খাদ্যশস্য এবং পেট্রোপণ্যের সংকটের আশঙ্কা নেই। দুটি জাতীয় সড়কে সুরক্ষিত রয়েছে। গোমতী নদী, ফেনী নদী, মনু নদী, খোয়াই নদীর জল বিগত দিনের রেকর্ড ভেঙে বিপদসীমার উপর দিয়ে বইছে। অমরপুরে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের উদ্ধারের কাজ আরও বেশি ত্বরান্বিত করতে হেলিকপ্টার ব্যবহার করে তাদের হেলিপ্যাডে নিয়ে এসে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আগরতলা শহরে দুটি এন ডি আর এফ টিম কাজ করছে। বাকী ৮ টি টিম অন্যান্য জায়গায় কাজ করছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য