Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যরাজ্যে প্রথমবার অনুষ্ঠিত হবে এনইসি বৈঠক, আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়নমূলক কাজকর্ম

রাজ্যে প্রথমবার অনুষ্ঠিত হবে এনইসি বৈঠক, আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়নমূলক কাজকর্ম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : রাজ্যে প্রথমবার এন ই সি বৈঠক হতে চলেছে। সোমবার এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেছেন এখন পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না হলে সম্ভবত আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই বৈঠক উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যপালরা। তিনি আরো বলেন, রাজ্যে প্রথমবার এনইসি বৈঠক ঘিরে অত্যন্ত আনন্দ হওয়ার বিষয়।

কারণ এত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে এ ধরনের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে অন্য রাজ্যে যেতে হতো। কিন্তু এ বছর এই বৈঠক ত্রিপুরা রাজ্যে করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হবে রাজ্যের নেসার কাজকর্ম, সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি, কৃষক সহ বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। সেসব রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালেরা বৈঠকে যেমন নিজ রাজ্যের উন্নয়ন সম্পর্কে উত্থাপন করবে, তেমনি ত্রিপুরার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে এই বৈঠকে আলোচনা করা হবে। যেসব উন্নয়ন অসম্পূর্ণ রয়েছে সেগুলি আগামী দিন কিভাবে সম্পন্ন করে রাজ্যকে এগিয়ে নেওয়া যাবে সে বিষয়ে অবহিত হবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

 মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মঙ্গলবার এইসি নিয়ে পর্যালোচনা মূলক বৈঠক করা হবে। যারা আসবেন তারা কোথায় থাকবেন এবং তাদের জন্য সমস্ত সুযোগ-সুবিধা বন্দোবস্ত করতে পর্যালোচনার বৈঠকে আলোচনা করা হবে। এ ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, নর্থ ইস্টার্ন কাউন্সিল হলো উত্তর-পূর্ব অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নোডাল সংস্থা। যা উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা নিয়ে গঠিত। উত্তর পূর্ব কাউন্সিল ১৯৭১ সালে সংসদের একটি আইন দ্বারা গঠিত হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য