স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : ভোটের ফলাফল গণনার দিন কাঠালিয়া ব্লক চত্বরে বিজেপি এবং সিপিআইএমের মধ্যে সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়। এই ঘটনায় আহত হয় দুই দলের বহু কর্মী সমার্থক। তবে আহতদের মধ্যে আশীষ পাল নামে এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়। ৫৭ বছর বয়সী আশিস পালকে ঘটনার পর সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন মেলাঘর হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক দেখে মেলাঘর হাসপাতালের চিকিৎসকও সেদিন রাতের বেলা আশিস পালকে রেফার করেন জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যু হয় আশিষ পালের। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রবিবার বিকালে প্রয়াত বিজেপি কর্মী আশিষ পালের দেহ সোনামুড়াতে আনা হলে বিজেপির দলের কর্মী সমর্থকরা সিপিআইএম -এর উপর ক্ষুব্ধ হয়ে উঠে। রাস্তায় টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারপর মহকুমা সদর ব্রীজ চৌমুহনী থেকে একটি মিছিল সংঘটিত করে সোনামুড়া সিপিআইএম এবং কংগ্রেস দলের কার্যালয়ে ভাঙচুর করে দলীয় কর্মী সমর্থকরা। নষ্ট করা হয় দলীয় পচারসজ্জা। পরবর্তী সময়ে মৃতের বাড়ি ধনপুরের শান্তিনগরে নিথর দেহ নিয়ে যাওয়া হয়। সাথে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা দক্ষিণ বিজেপি দলের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শুভ্রজিৎ দাস, বিজেপি দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া সহ অন্যান্য কর্মী সমর্থকরা। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দুঃখ প্রকাশ করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন ১৯৯২ সাল থেকে আশিষ পাল বিজেপি -র সাথে জড়িত ছিলেন। ভোট গণনার দিন কাঠালিয়া ব্লক দখল করতে সিপিআইএম বহিরাগত এবং পেশাগত দুর্বৃত্ত এনে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এলাকার বিজেপি কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করে। এর মধ্যে আশিষ পালকে গুরুতর আহত করে। পরবর্তী সময় আশিষ পালের মৃত্যু হয়। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, সিপিআইএম দীর্ঘ ২৫ বছর মানুষ খুন করেছে। তাদের মধ্যে এখনো দস্যুবৃত্তি এবং সন্ত্রাসের মানসিকতা রয়েছে। তাদের থেকে মানুষকে সচেতন থাকতে হবে। তাদের মুখ্য জবাব দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত আশিস পাল খুনের ঘটনায় দোষীদের শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবে না বলে জানিয়ে দেন প্রতিমা ভৌমিক। তিনি আরো বলেন এখন পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে অন্যতম অভিযুক্ত কাসেম মিয়া। পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন আগামী দিনে সিপিআইএমকে সোনামুড়ায় একটি বুথেও জয়ী হতে দেওয়া হবে না। গণতান্ত্রিকভাবে তাদের পরাস্ত করা হবে বলে জানান তিনি। বর্তমানে সোনামুড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ বাইক আটক করে যুবকদের কাছ থেকে লাঠিসোঁটা ও স্টিক আটক করছে।