Wednesday, January 15, 2025
বাড়িখেলারোনালদোর নৈপুণ্যে সৌদি সুপার কাপের ফাইনালে আল নাস্‌র

রোনালদোর নৈপুণ্যে সৌদি সুপার কাপের ফাইনালে আল নাস্‌র

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ আগস্ট: প্রতিযোগিতাটির দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার আল নাস্‌র জিতেছে ২-০ গোলে।ম্যাচের অষ্টম মিনিটে ইয়াহিয়ার গোলে এগিয়ে যায় দলটি। বাঁ দিক থেকে সতীর্থের পাসে বক্সে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি রোনালদো, কাছ থেকে বল জালে পাঠান ইয়াহিয়া।৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সতীর্থের কাটব্যাকে বক্সে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।ক্লাব ফুটবলে এই নিয়ে টানা ২৩ মৌসুমে গোলের দেখা পেলেন রোনালদো। তার ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৮৯৬টি।গত মৌসুমে আল নাস্‌রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেছিলেন তিনি।সৌদি সুপার কাপের ফাইনালে আগামী শনিবার আল হিলালের মুখোমুখি হবে আল নাস্‌র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য