Tuesday, May 20, 2025
বাড়িবিশ্ব সংবাদলালপুরে মন্দির ও ছয় বাড়িতে হামলা, ভাঙচুর–লুটপাট

লালপুরে মন্দির ও ছয় বাড়িতে হামলা, ভাঙচুর–লুটপাট

স্যন্দন ডিজিটেল ডেস্ক,    ০৬ অগস্ট ২০২৪ :-  উপজেলার জোতদৈবকী শিব ও কালীমন্দির কমিটি সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল লোক উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও মন্দিরটির সভাপতি স্কুলশিক্ষক দ্বীপেন্দ্রনাথ সাহার বাড়িতে হামলা করে। তারা তাঁর বাড়ির একটি ফটক ভেঙে ফেলে। তবে দ্বিতীয় ফটকটি ভাঙতে না পারায় বাইরে থেকে জানালা ভেঙে ফেলে। এরপর তাঁর ভাই নরেশ চন্দ্র সাহা ও প্রতিবেশী শিমুল সরকারের বাড়িতে হামলা করা হয়। তারা দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে।

নরেশ চন্দ্রের দাবি, দুর্বৃত্তরা তাঁর বাড়ি থেকে লক্ষাধিক টাকা, চারভরি স্বর্ণের গয়না, ল্যাপটপ, মুঠোফোন, চালের বস্তা লুট করে নিয়ে যায়।

এর আগে জোতদৈবকী শিব ও কালীমন্দিরে হামলা করে আটটি সিসি ক্যামেরা ভেঙে ফেলে হামলাকারীরা। দ্বীপেন্দ্রনাথ সাহা  জানান, তাঁর বাড়িটি মন্দিরের পাশেই। দুর্বৃত্তরা মন্দিরে হামলার পরপরই তাঁদের বাড়িতে হামলা করে। এ সময় তিনি লালপুর থানায় বিষয়টি জানান। তবে থানার এক কর্মকর্তা পুলিশ পাঠাতে পারবেন না বলে জানান।

গতকাল রাতে উপজেলার মাধবপুর পালপাড়াতে কলেজশিক্ষক দ্বীগেন্দ্রনাথ পাল ও রণেন্দ্রনাথ পালের বাড়িতে হামলা হয়। সেখান থেকে মালপত্র লুট করে নেওয়া হয়। হামলাকারীরা রণেন্দ্রনাথের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ ছাড়া গতকাল উপজেলার ভাটপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কার্তিক চন্দ্রের বাড়িতেও হামলা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!