Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যখালি ডাম্পার ও চাল বোঝাই লরির মধ্যে সংঘর্ষে নিহত এক, গুরুতর আহত...

খালি ডাম্পার ও চাল বোঝাই লরির মধ্যে সংঘর্ষে নিহত এক, গুরুতর আহত তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : খালি ডাম্পার ও চাল বোঝাই লড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত এক, গুরুতর আহত হল আরও তিন জন। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সকলে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কে।

জানা যায় সোমবার গভীর রাতে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়কে বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে স্থানীয় লোকজন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় TR-01AU-1908 নাম্বারের ১৬ চাকার ডাম্পার গাড়ি ও AS-01LC-6568 নাম্বারের ১২ চাকার লড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচরে গেছে। ১২ চাকার লড়ির সহ চালক জানায় তারা যখন গাড়ি নিয়ে আসছিল, তখন তারা প্রত্যক্ষ করে সামনের দিক থেকে একটি ডাম্পার গাড়ি আসছে। চালক নিয়ন্ত্রনহিন ভাবে গাড়ি চালাচ্ছে। এই দেখে তারা তাদের গাড়ি দাড় করিয়ে ফেলে। তখন ডাম্পার গাড়িটি তাদের গাড়ির সামনে এসে ধাক্কা মারে।

এতে উভয় গাড়ির চালক ও সহ চালক আহত হয়। ঘটনার পর স্থানীয়রা দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা ডাম্পার গাড়ির চালক মন্তাজ আলী, ট্রাক গাড়ির চালক মুক্তাদুর হোসেন ও ট্রাক গাড়ির সহ চালক রোহিত আহমেদকে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এইদিকে দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পার গাড়ির অভ্যন্তরে আটকে যায় সহ চালক সাজুল ইসলাম। দমকল বাহিনীর এক কর্মী জানান ওনারা অনেক চেষ্টা করে এক ঘণ্টা পর ডাম্পার গাড়ির সহ চালককে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দেন। এইদিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর শনিছড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অরিজিৎ দাস আহতদের শিলচর মেডিক্যাল কলেজে রেফার করে দেন। আহতদের শিলচর নিয়ে যাওয়ার পথে ডাম্পার গাড়ির সহ চালক সাজুল ইসলামের মৃত্যু হয়। ডাম্পার গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ। একটি পথ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য