স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : সর্বভারতীয় রাবেতা বোর্ডের প্রধান কার্যালয় দারুল উলুম দেওবন্দ সম্পর্কে বিশ্বে বিশেষ কয়েকজন জ্ঞানী ও গুণীদের অভিমত সম্পর্কে অবগত করা, শিক্ষার্থীদের জন্য ইউ ডি আই এস সি/ পি ই এন কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা করা, মাদ্রাসায় পড়ানোর জন্য সময়মতো সাধারণ বইয়ের ব্যবস্থা করা সহ ছয় দফা দাবিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়।
দাবিগুলি দ্রুত পূরণ করার জন্য রাবেতায়ে মাদারিস ইসলামিয়া আর্বিয়া ত্রিপুরা বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার প্রতিনিধি দল অনুরোধ জানান। পরবর্তী সময় এদিন আগরতলা শিবনগর গেদু মিয়া মসজিদ কমপ্লেক্সে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ডেপুটেশন প্রদানকারীরা। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি তৈযীবুর রহমান সহ অন্যান্যরা।