Saturday, August 23, 2025
বাড়িখেলাপেনাল্টিতে মার্তিনেসে আর্জেন্টিনার ‘অন্ধবিশ্বাস’

পেনাল্টিতে মার্তিনেসে আর্জেন্টিনার ‘অন্ধবিশ্বাস’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জুলাই: টাইব্রেকার মানে সবসময়ই একরকম ভাগ্যের খেলা। ফল যেতে পারে যে কোনো পক্ষে। চাপ সইতে না পেরে ভুল করার নজিরও অনেক। তবে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার জন্য এটি পুরোপুরি ব্যতিক্রম। কোচ লিওনেল স্কালোনি জানালেন, এমিলিয়ানো মার্তিনেস থাকায় পেনাল্টি শ্যুটআউট নিয়ে তেমন চিন্তা করে না তার দল।আর্জেন্টিনার জাতীয় দলে নিয়মিত হওয়ার পর থেকেই গোলবারের নিচে নির্ভরতার এক নাম মার্তিনেস। মূল ম্যাচ হোক কিংবা টাইব্রেকার, জাল অক্ষত রাখার কাজটি দারুণ নৈপুণ্যের সঙ্গে করেন ৩১ বছর বয়সী গোলরক্ষক।

সবশেষ উদাহরণ কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল। একুয়েডরের বিপক্ষে প্রথমার্ধে দারুণ রিফ্লেক্সে একটি শট ঠেকানোর পর টাইব্রেকারে আরও একবার নায়ক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার গোলরক্ষক।একুয়েডরের প্রথম দুটি শট ঠেকিয়ে ম্যাচের ফল নিজেদের পক্ষে আনা অনেকটাই নিশ্চিত করেন মার্তিনেস। এ নিয়ে জাতীয় দলের হয়ে চারটি টাইব্রেকারের প্রতিটিতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।ম্যাচ শেষে মিডফিল্ডার রদ্রিগো দে পল বলেন, গোলবারের নিচে মার্তিনেস থাকা মানে তাদের জন্য পরম নির্ভরতা। পরে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, টাইব্রেকারে মার্তিনেসের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস রাখে পুরো দল।

“পেনাল্টিতে গোলরক্ষকের ওপর অন্ধ বিশ্বাস আছে এই দলের। আর এটাই একদম মৌলিক বিষয়। এমনকি লিওনেল মেসির ওই পেনাল্টি মিসের পরও এবং সেটি দলের জন্য যা গুরুত্ব রাখে, এটি খুব গুরুত্বপূর্ণ ছিল যে, আমাদের গোলরক্ষক এই মুহূর্তে এগিয়ে এসেছে।”পুরো ম্যাচে গোলের জন্য মাত্র ৯টি শট করতে পারে আর্জেন্টিনা। এর ২টি থাকে লক্ষ্যে। প্রায় নিয়মিতই তাদের রক্ষণে হানা দিতে থাকে একুয়েডর। তাই মার্তিনেসের বীরত্বে জয় পেলেও মাঠের পারফরম্যান্সে তৃপ্ত হতে পারেননি স্কালোনি।“আমার মনে হয়, এভাবে জয় পাওয়াটা উপভোগ্য নয়। অবশ্যই আমরা খুশি। তবে আমি এই জয় উপভোগ করিনি।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!