Monday, May 19, 2025
বাড়িরাজ্যহাতির আক্রমণে মৃত্যু গবাদি পশুর

হাতির আক্রমণে মৃত্যু গবাদি পশুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : বন্য হাতির আক্রমণে মৃত্যু একটি গবাদি পশুর। ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী পঞ্চায়েতের বাগবের এলাকায়। জানা যায় শুক্রবার সকালে দক্ষিণ ঘিলাতলী এলাকার বাসিন্দা জীবন দেবনাথ রাস্তার পাশে তার গবাদি পশুটিকে বেধে দিয়ে আসে ঘাস খাওয়ার জন্য।

কিছু সময় বাদে জীবন দেবনাথ গবাদি পশুটিকে আনতে গিয়ে দেখতে পান তিনি যেখানে গবাদি পশুটিকে বেধেছিলেন, সেখানে গবাদি পশুটি নেই। তখন তিনি গবাদি পশুর খোঁজে পার্শ্ববর্তি জঙ্গলে প্রবেশ করেন। জঙ্গলে গিয়ে দেখতে পান গবাদি পশুটি মৃত অবস্থায় জঙ্গলে পরে রয়েছে। তার পাশেই একটি বন্য হাতি দাড়িয়ে রয়েছে। জীবন দেবনাথের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলেও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসে নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!