Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যরক্তদান হলো শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করা : মেয়র

রক্তদান হলো শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করা : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : লোকসভা নির্বাচনের সময় রাজ্যের ব্লাড ব্যাংকগুলোর মধ্যে রক্তের সংকট সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবগত হতে পেরে সাথে সাথে রাজ্যবাসীকে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তারপর মানুষ রক্তের চাহিদা মেটাতে উৎসবের মেজাজে রক্তদানে এগিয়ে আসছে।

 রবিবার আগরতলা শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এ কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৮ তম তিরোধান স্মরণ উৎসব উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি ঘুরে রক্তদাতা দের শুভেচ্ছা জানান মেয়র।

 এভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অব্যাহত রাখার জন্য আহ্বান জানান উদ্যোক্তাদের কাছে। মেয়র, আরো বলেন, রক্তের চাহিদার সাথে রক্তের জোগানের সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। এবং এই মহৎ কাজ যারা করছে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। কারণ রক্তের কোন বিকল্প হয় না। তাই সকলে যাতে আগামী দিনেও রক্তদান শিবিরে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!