Friday, May 23, 2025
বাড়িখেলাঅর্ধশতাব্দীর মধ্যে সর্বোচ্চ গোল হজমের দায় চোটকে দিলেন টেন হাগ

অর্ধশতাব্দীর মধ্যে সর্বোচ্চ গোল হজমের দায় চোটকে দিলেন টেন হাগ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মে:   আর্সেনালের বিপক্ষে হারার পর ফের চোট সমস্যাকে সামনে আনলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। বললেন, চলতি মৌসুমে বাজে ফলের জন্য দায়ী একের পর এক খেলোয়াড়ের চোট।ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার ১-০ গোলে হারে ইউনাইটেড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে এটি তাদের নবম হার, ঘরের মাঠে যৌথভাবে যা তাদের সর্বোচ্চ।এবার সব প্রতিযোগিতা মিলিয়ে তারা হজম করেছে ৮২ গোল, ১৯৭০-৭১ মৌসুমের পর যা তাদের সর্বোচ্চ।প্রিমিয়ার লিগের সফলতম দলটি ভুগছে রক্ষণ সাজাতেই। অন্তত ছয় ডিফেন্ডার চোটের জন্য বাইরে আছেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো খেলছেন সেন্টার-ব্যাক হিসেবে।

সমস্যা আছে অন্য জায়গাতেও। প্লেমেকার ব্রুনো ফের্নান্দেস ও ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডকেও চোটের জন্য পাচ্ছে না তারা। ক্লাবের ওয়েবসাইটে এ নিয়ে কোচ টেন হাগের কণ্ঠে থাকল একরাশ হতাশা।“আমি জানি না, আমাদের সব খেলোয়াড় ফিট থাকলে আমাদের কোথায় থাকা উচিত। তবে অবশ্যই সব খেলোয়াড়কে পাওয়া গেলে আমরা আরও বেশি পয়েন্ট পেতাম।”“অবশ্যই তখন আরও ধারাবাহিকতা থাকত। বিশেষ করে রক্ষণে। কারণ, এখন আমরা অনেক সুযোগ দিচ্ছি, অনেক গোল হচ্ছে এবং গত মৌসুমে প্রিমিয়ার লিগে আমরাই সবচেয়ে বেশি ম্যাচে জাল অক্ষত রাখতে পেরেছিলাম।”৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ইউনাইটেড। ঘরের মাঠে বুধবার পরের ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে তারা। আসরের শেষ সপ্তাহে তারা মুখোমুখি হবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের।আগামী ২৫ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে তারা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!