Sunday, September 8, 2024
বাড়িরাজ্যধৃতদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ

ধৃতদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : হাসপাতালে উত্তেজনার সৃষ্টি করে ভাঙচুর চালানোর ঘটনায় গ্রেফতার হলো কয়েকজন। তাদের মুক্তির দাবিতে রবিবার মেলাঘর-সোনামুড়া সড়ক অবরোধে সামিল হয় এলাকাবাসী। জানা যায়, সম্প্রতি মেলাঘর হাসপাতালে মৃত্যু হয় মেলাঘর ইন্দিরানগর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মইনুদ্দিন ওরফে সোহাগ মিয়ার। ঘটনার দিন সোহাগের পরিবারের লোকজন সহ এলাকার লোকজন অভিযোগ উত্থাপন করে ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করা হয়।

হাসপাতালে ভাংচুর চালানোর অভিযোগে পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এইবার ধৃতদের মুক্তির দাবিতে রবিবার মেলাঘর-সোনামুড়া সড়ক অবরোধে সামিল হয় এলাকার লোকজন। মৃত সোহাগ মিয়ার মায়ের দাবি ঘটনারধীন হাসপাতালে হাজার হাজার লোক ছিল। তার মধ্যে কিছু লোক উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। কিন্তু বর্তমানে পুলিশ নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তাই তারা সড়ক অবরোধ করেছেন। ধৃতদের পুলিশ ছেড়ে দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেবেন। যদিও পরবর্তী সময় পুলিশের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য