Sunday, May 25, 2025
বাড়িজাতীয়১৪ রাজ্যের উপনির্বাচন ও ৪টি বিধানসভা নির্বাচনের দিনক্ষণও।

১৪ রাজ্যের উপনির্বাচন ও ৪টি বিধানসভা নির্বাচনের দিনক্ষণও।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ মার্চ : অবশেষে প্রতীক্ষার অবসান। শনিবাসরীয় দুপুরে ঘোষিত হল দেশের ১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল বাংলা-সহ ১৩ রাজ্যের উপনির্বাচন ও ৪টি বিধানসভা নির্বাচনের দিনক্ষণও।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন সিকিম, অরুণাচল প্রদেশ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই। ৮৪ আসনের ওড়িশায় নির্বাচন হবে ১৩ মে, ২০ মে, ২৫ মে ও ১ জুন। এদিকে ৩২ আসনের সিকিম ও ৬০ আসনের অরুণাচল প্রদেশে নির্বাচন হবে ১৯ এপ্রিল। ১৭৫ আসনের অন্ধ্রপ্রদেশে নির্বাচন হবে ১৩ মে। সেই রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে চলবে লোকসভার ভোটাভুটি। সমস্ত রাজ্যেই ভোটগণনা ৪ জুন। যেদিন লোকসভা নির্বাচনেরও গণনা হবে।


এরই পাশাপাশি ১৩টি রাজ্যের ২৬টি কেন্দ্রে হবে উপনির্বাচন। এর মধ্যে বাংলায় ভগবানগোলা ও বরানগরে উপনির্বাচন হবে যথাক্রমে তৃতীয় ও সপ্তম দফার ভোটের দিন। অর্থাৎ ৭ মে ও ১ জুন। এদিকে বিহারে এক কেন্দ্রে উপনির্বাচন হবে ১ জুন। গুজরাটে পাঁচ কেন্দ্রে উপনির্বাচন ৭ মে। হরিয়ানায় ২৫ মে এক কেন্দ্রের উপনির্বাচন। একই ভাবে হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও ত্রিপুরায় একটি করে আসনের উপনির্বাচন যথাক্রমে ২৫ মে, ২০ মে, ২৬ এপ্রিল ও ১৯ এপ্রিল। উত্তরপ্রদেশে উপনির্বাচন হবে চারটি কেন্দ্রে। তবে তা আলাদা আলাদা দিনে। ১৩, ২০ ও ২৫ মে এবং ১ জুন। তেলেঙ্গানার একটিই আসনে উপনির্বাচন হবে। তা হবে লোকসভা ভোটের চতুর্থ দফার দিন অর্থাৎ ১৩ মে। এদিকে হিমাচল প্রদেশের ৬ কেন্দ্রের উপনির্বাচন ১ জুন। পাশাপাশি রাজস্থান, কর্নাটক ও তামিলনাড়ুতে একটি করে আসনে উপনির্বাচন হবে যথাক্রমে ২৬ এপ্রিল, ৭ মে ও ১৯ এপ্রিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!