Saturday, May 17, 2025
বাড়িরাজ্য১৪ মার্চ টি ই-অকশন সেন্টারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

১৪ মার্চ টি ই-অকশন সেন্টারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : দেশে চা উৎপাদন রাজ্য গুলির মধ্যে ত্রিপুরা পঞ্চম স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু ও কেরালার পরেই ত্রিপুরার অবস্থান। ত্রিপুরা রাজ্যে প্রতি বছর প্রায় ৯০ লক্ষ কেজি চা উৎপাদন হয়। এই উৎপাদিত চায়ের একটা অংশ সাধারণত বিক্রি হয় রাজ্যের বিভিন্ন বাজারে। এবং একটা বড় অংশ বিক্রি হয় রাজ্যের বাইরে অর্থাৎ কলকাতা কিংবা গুহাটি নিলাম বাজারে।

 এতে করে ঐ জায়গায় চায়ের পরিবহন এবং গুদামজাত করতে বিশাল পরিমাণ অর্থরাশী খরচ হয়। এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে বর্তমান রাজ্য সরকার একটি টি ই-অকশন সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১৪ মার্চ রাজধানীর গোর্খাবস্তি এলাকায় এই টি ই-অকশন সেন্টারের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার রাজধানীর গুর্খাবস্তিস্থিত ত্রিপুরা চা উন্নয়ন নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ। তিনি আরও জানান ত্রিপুরা রাজ্যে ৫৪ টি বড় চা বাগান রয়েছে। সমবায় দ্বারা পরিচালিত ১৩ টি চা বাগান রয়েছে। এছাড়াও ২ হাজার ৮০০ ক্ষুদ্র চা চাষি রয়েছে ত্রিপুরা রাজ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!