স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : ত্রিপুরা রাজ্যের অন্যতম স্বর্ণ শিল্প প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স। বুধবার স্বর্ণ কমল জুয়েলার্সের পক্ষ থেকে কর্ণধার গোপাল চন্দ্র নাগ সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী ৩ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ধনতেরাস ধনসমৃদ্ধি করার আয়োজন করা হয়েছে।
এবং এই ধনতেরাস ধনসমৃদ্ধি উপলক্ষে থাকবে নানা চমক। প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রা সাথে হীরের গয়না কেনাকাটায় লাকি ড্র -তে মালয়েশিয়া ভ্রমণের সুবর্ণ সুযোগ রয়েছে। হীরের গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড় ও সোনার গহনার কেনাকাটা প্রতি গ্রামে ২৫০ টাকা ছাড় অথবা সোনার গহনায় মজুরিতে ২৫ শতাংশ ছাড় থাকবে। মেগা লাকি ড্র -তে ৪০ গ্রাম সোনার গয়না ও প্রতিদিন লাকি ড্র -তে তিনটি স্বর্ণ মুদ্রা রয়েছে। এছাড়াও হীরের গয়নার সবচাইতে বড় প্রদর্শনী ও কেনাকাটায় সুবর্ণ সুযোগ রয়েছে। হরি গঙ্গা বসাক রোড স্থিত শোরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলকে আসার আহ্বান জানান গোপাল চন্দ্র নাগ। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের জয় নাগ ও দিবাকর নাগ। তাঁরা সকলে রাজ্যবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানান। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বর্ণকমল জুয়েলার্সে বিভিন্ন গয়না প্রদর্শনী করা হয়।