স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : পাচারকালে ধর্মনগর আই.এস.বি.টি থেকে গাঁজা সহ পুলিশের হাতে আটক দুই মহিলা পাচারকারী। বৃহস্পতিবার ধর্মনগর আই.এস.বি.টি-তে দুই তিন জন মহিলাকে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখতে পায় স্থানীয়রা।
সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঐ মহিলাদের আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে উদ্ধার হয় গাঁজা। ধৃতরা হল বিশাখা দেবী ও রিনা দেবী, উভয়ের বয়স ৩৫ বছর। তাদের বাড়ি বিহারের কাটিহার জেলায়। ধৃতদের বিরুদ্ধে ধর্মনগর থানায় এন.ডি.পি.এস ধারায় মামলা রুজু করা হয়েছে। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান ধৃত দুই মহিলার কাছ থেকে ২১ কেজি শুকনো গাজা উদ্ধার হয়েছে।