স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : মঙ্গলবার বাংলাদেশের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস ও জাতীয় শোক দিবস পালন করা হয়। আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে হয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান।
এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন স্ক্লাএ সহকারী হাই কমিশন অফিসে প্রথমে সেই দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার সহ অন্যরা। এদিন শহীদদের স্মরণে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়।