Monday, May 19, 2025
বাড়িবিশ্ব সংবাদদক্ষিণ-পূর্বে ‘প্রায় ১৫ স্কয়ার কিলোমিটার পুনরুদ্ধার’ করেছে ইউক্রেইন

দক্ষিণ-পূর্বে ‘প্রায় ১৫ স্কয়ার কিলোমিটার পুনরুদ্ধার’ করেছে ইউক্রেইন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ আগস্ট: ইউক্রেইন বাহিনী তাদের পাল্টা অভিযানে গত এক সপ্তাহে দেশের পূর্ব ও দক্ষিণে রুশ সেনাদের কাছ থেকে প্রায় ১৫ স্কয়ার কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।ঊর্ধ্বতন এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।ইউক্রেইনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে বলেন, গতমাসের শুরু থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর কিইভ বাহিনী এখন দক্ষিণে ২০৪ দশমিক ৭ স্কয়ার কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।ইউক্রেইনের কর্মকর্তারা তাদের এই পাল্টা অভিযানে ধীরে ধীরে অগ্রগতি হওয়ার খবর জানাচ্ছেন। ইউক্রেইন বাহিনী পূর্বাঞ্চলীয় বাখমুত শহর অভিমুখে বহুগ্রাম পুনরুদ্ধার করে অগ্রসর হচ্ছে। যেগুলো গত মে মাসে দখল করে নিয়েছিল রুশ বাহিনী।

গত সপ্তাহে কিইভ জানায়, তাদের বাহিনী দক্ষিণ-পূর্বের স্টারোমায়োরোস্কে গ্রাম রুশ সেনামুক্ত করেছে। এই গ্রাম দখলে নেওয়া উদ্দেশ্য হচ্ছে পূর্ব থেকে দক্ষিণে রাশিয়ার স্থলসেতু এবং কৃষ্ণসাগরে ক্রাইমিয়া উপদ্বীপকে বিচ্ছিন্ন করা।ইউক্রেইনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, কিইভের সেনারা গতসপ্তাহে বাখমুত সীমান্তে ২ স্কয়ার কিলোমিটার পুনরুদ্ধার করেছে। এ নিয়ে পাল্টা হামলা শুরুর পর থেকে সেখানে পুনরুদ্ধার করা এলাকা দাঁড়িয়েছে ৩৭ স্কয়ার কিলোমিটারে।

আর দক্ষিণে ইউক্রেইন বাহিনী বারদিয়ানস্ক এবং মেলিতিপোলের দিকে আগানোর চেষ্টা করছে। সেখানে গতসপ্তাহে সেনারা পুনরুদ্ধার করেছে ১২ দশমিক ৬ স্কয়ার কিলোমিটার এলাকা।রুশ সেনারা উত্তরের কুপিয়ানস্ক এবং লেম্যানের দিকে হামলার চেষ্টা চালালেও সুবিধা করে উঠতে পারেনি বলে জানান মালিয়ার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!