স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি হাতে নেওয়া হয়। ইতিমধ্যেই আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডে এই কর্মসূচি সফল ভাবে বাস্তবায়িত হয়েছে। কিন্তু সেই সময় কিছু মানুষ তাদের প্রয়োজনীয় কাগজ তৈরি করতে পারেননি।
তাদের কাছে সরকারী প্রক্কল্প গুলির সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি যাতে করতে পারেন তার জন্য ফের প্রতি ঘড়ে সুশাসনের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার আগরতলা পুর নিগমের উত্তর জোনের অন্তর্গত ৮ নং ওয়ার্ড কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ডের বাসিন্দাদের হাতে প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার শম্পা সেন সরকার, উত্তর জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ অন্যান্যরা। এদিন ওবিসি, এস সি, এস টি, ম্যারেজ সার্টিফিকেট এলাকাবাসীর হাতে তুলে দেন অতিথিরতা। বাকী নথি গুলি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।