Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যলোক সংখ্যা অনুযায়ী রক্তদানে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে রয়েছে : রতন

লোক সংখ্যা অনুযায়ী রক্তদানে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে রয়েছে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : রবিবার ত্রিপুরা রাজ্য কৃষি বিভাগীয় কর্মচারী কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কৃষি ভবনে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। তারপর তিনি রক্তদান শিবির পরিদর্শন করে বলেন, লোক সংখ্যা অনুযায়ী রক্তদানে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে রয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ, মানুষ এখন শুধু নির্দিষ্ট সরকারি দপ্তর থেকে রক্তদান করতে আসছে না।

সাধারণ মানুষও রক্তদান শিবিরে এগিয়ে আসছে। রাজ্যে বর্তমানে লোক সংখ্যা ৪২ লক্ষের বেশী। ২০২৩-২৩ অর্থ বছরে ৪২ হাজার ৪০০ ইউনিট রক্তদান করা হয়েছে । যা রাজ্যের ইতিহাসে প্রথম বলে জানান তিনি।  এবছর এই সংখ্যাটা আরো বারবে। সবাই বুঝতে পারছে একার পক্ষে বাঁচা সম্ভব নয়। তাই সকলকে নিয়ে বাঁচার মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে বলে জানান তিনি। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় মোকা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়েও মন্ত্রী রতন লাল নাথ জানান, মোকা নিয়ে বিদ্যুৎ দপ্তর এবং কৃষি দপ্তরের পাশাপাশি সবগুলি দপ্তর মোকাবিলা করতে প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং মানুষকে সহযোগিতা বাড়িয়ে দিতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি বাড়তি গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়। এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য কর্মীরা প্রস্তুত রয়েছে। কিন্তু সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। রক্তদান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!