Saturday, May 24, 2025
বাড়িরাজ্যরাস্তা বেদখল মুক্ত করতে ডেপুটেশন ক্লাব কর্তৃপক্ষের

রাস্তা বেদখল মুক্ত করতে ডেপুটেশন ক্লাব কর্তৃপক্ষের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর আস্থা হারিয়ে সমাজ সংঘ ক্লাব কর্তৃপক্ষ এবার দারস্থ হয়েছেন পুলিশ প্রশাসনের। শুক্রবার এলাকাবাসীর পক্ষ থেকে জিবি পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করা হয়। অভিযোগ ইন্দ্রনগর আই টি আই সংলগ্ন কবরখলা থেকে কালিবাড়ি পর্যন্ত কিছু অসাধু ব্যক্তি বেআইনিভাবে রাস্তা দখল করে আছে।

 গত কয়েক বছর ধরে এলাকায় এভাবে বেআইনিভাবে রাজত্ব চলছে। এ বিষয়ে এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মনকে অবগত করা হলে তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

 বিধায়ক এলাকায় পা পর্যন্ত রাখেনা। ভোট আসলে ভোট চাইতে যান। এলাকাবাসীর সমস্যা বিষয়ে তিনি কোন কর্ণপাত করেন না। কিন্তু বেআইনিভাবে রাস্তা দখল করায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। এর পাশাপাশি যানজট সৃষ্টি হয়ে থাকছে। এ ধরনের বেআইনি দখলের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বজিৎ দাস এবং সম্পাদক সহ অন্যান্যরা। পাশাপাশি তারা অভিযোগ তুলেন এলাকার নেপাল দাসের বিরুদ্ধে। অভিযুক্ত নেপাল দাস অসামাজিক কার্যকলাপদের সাথে জড়িত বলে তারা জানান। তাদের আরো অভিযোগ যেহেতু এটি একটি ব্যস্ততম রাস্তা তাই অবিলম্বে রাস্তাটি দখলমুক্ত করা দরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!