Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনায় বলি গ্রাম পঞ্চায়েতের সদস্য

দুর্ঘটনায় বলি গ্রাম পঞ্চায়েতের সদস্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় বলি গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘটনা মঙ্গলবার রাতে আগরতলা থেকে ফেরার সময় বিলোনিয়া থানাধীন বড়টিলা এলাকায় একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় গাড়ির যাত্রী হারাধন চক্রবর্তী। বয়স ৪৫ বছর। স্থানীয়দের মতে রাত প্রায় একটা থেকে দেড়টার মধ্যে ঘটে এই দুর্ঘটনা।

 স্থানীয় এক ব্যক্তি জানায় গভীর রাতে বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখে এই ঘটনা। খবর দেয়া হয় বিলোনিয়া থানায়। পুলিশ এসে আহত এবং নিহতদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। জানা যায় সকলে  একই পরিবারের। নিহত হারাধন চক্রবর্তী আবার বিজেপি দলের একনিষ্ঠ কার্যকর্তা এবং দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য। বাড়ি পি আর  বাড়ি থানাধীন নাসিননগর এলাকায়। এই ঘটনায় এলাকায় এবং রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া। যদিও পালক ঘটনার সাথে সাথে চালিয়ে যায় বলে জানা যায়। খোলা রাস্তায় কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে তা জানতে তদন্ত করছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!