Sunday, September 8, 2024
বাড়িরাজ্যকাজের দাবি তুলে সংগ্রামের আহ্বান প্রাক্তন মন্ত্রীর

কাজের দাবি তুলে সংগ্রামের আহ্বান প্রাক্তন মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের উদ্যোগে ছাত্র যুব ভবনে রবিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা। সংগঠনের নেতা ভানুলাল সাহা জানান গত ফেব্রুয়ারি মাসে হাওড়াতে ক্ষেতমজুর ইউনিয়নের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের রিপোর্টিং রবিবার কর্মীদের কাছে তুলে ধরা হয়।

এবং এই রিপোর্টিং এর মধ্যে রয়েছে গরিব মানুষদের বর্তমান কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য আগামী দিনে কিভাবে সংগ্রাম গড়ে তোলা হবে, সেই বিষয়ে। তিনি আরো বলেন গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ সিপিআইএমকে ভোট দিয়েছে বলে বর্তমান সরকার রেগা কাজ শ্রমিকদের দিচ্ছে না। সরকারের এই নীতির বিরুদ্ধে লড়াই করে কাজ আদায় করা হবে বলে জানান ভানু লাল সাহা। তিনি আরো বলেন, সর্বভারতীয় সম্মেলনে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে সেই সময় উপযোগী সিদ্ধান্ত। এগুলি বাস্তবায়ন করতে রাজ্য ক্ষেতমজুর ইউনিয়ন বদ্ধপরিকর বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য