Friday, October 18, 2024
বাড়িজাতীয়ভারতে কোভিড শনাক্তের দৈনিক সংখ্যা ১০ হাজার ছাড়াল

ভারতে কোভিড শনাক্তের দৈনিক সংখ্যা ১০ হাজার ছাড়াল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ এপ্রিল: ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর দৈনিক সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এতে মোট অসুস্থ রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নতুন ১০১৫৮ জন কোভিড আক্রান্ত নথিভুক্ত হয়েছেন। শনাক্ত রোগীর এ সংখ্যা  আগের দিনের চেয়ে ৩০ শতাংশ বেশি। আগের দিন বুধবার দেশটিতে ৭৮৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। সবমিলিয়ে ভারতে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা এখন ৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন।  দৈনিক পজিটিভিটির হার ৪ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে। আর সাপ্তাহিক পজিটিভিটির হার ৪ দশমিক শূন্য ২ শতাংশ। মোট সংক্রমিতের শূন্য দশমিক ১ শূন্য শতাংশ সক্রিয় রোগী।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, পুরো দেশজুড়ে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ।  বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা গণমাধ্যম এনডিটিভিকে জানান, কোভিড ভারতে স্থানীয় স্তরে (এনডেমিক স্টেজ) প্রবেশ করেছে এবং আক্রান্তের সংখ্যা আগামী ১০ থেকে ১২ দিন ধরে বাড়বে, তারপর হ্রাস পেতে শুরু করবে।সংক্রমণ ‘স্থানীয় স্তরে’ থাকা মানে তা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ আছে আর মহামারী স্তরে সংক্রমণ একটি বড় এলাকাজুড়ে এমনকী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।ভারতে কোভিড রোগীর সাম্প্রতিক এ বৃদ্ধির জন্য ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬ দায়ী, তবে এটির বিরুদ্ধে টিকা কার্যকরী এবং এটা উদ্বেগ সৃষ্টি করার মতো গুরুতর কিছু নয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য