Tuesday, May 20, 2025
বাড়িবিশ্ব সংবাদবাইডেনের বিপক্ষে লড়াইয়ে নামছেন রবার্ট কেনেডি জুনিয়র

বাইডেনের বিপক্ষে লড়াইয়ে নামছেন রবার্ট কেনেডি জুনিয়র

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ এপ্রিল: যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে প্রার্থী হতে চান রবার্ট এফ কেনেডি জুনিয়র। ইতিমধ্যে নির্বাচনী কাগজপত্র দাখিল করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পরিবেশ আইনজীবীদের প্রচারবিষয়ক কোষাধ্যক্ষ জন ই সুলিভান গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। কেনেডি জুনিয়র নিজেও একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা।৬৯ বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র হলেন হত্যাকাণ্ডের শিকার মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। ডেমোক্রেটিক দলের হয়ে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা পেতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে লড়বেন তিনি।বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, তিনি পরবর্তী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করেননি। এপ্রিলের শুরু থেকে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে বাইডেনের শীর্ষ সহযোগীরা বলেছেন, প্রচারণার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে।সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মের শুরুর দিকে বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করতে পারেন।গত মাসে ম্যারিয়েন উইলিয়ামসন নামের আরেক ডেমোক্র্যাট নেতাও বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টিকাবিরোধী প্রচারণায় অত্যন্ত সরব ছিলেন কেনেডি। বারবার মিথ্যা তথ্য শেয়ার করায় ২০২১ সালে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্টটি বাতিল করে।গত মার্চে কেনেডি এক টুইটার পোস্টে জানান, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন।সে সময় তিনি বলেন, ‘আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে রাষ্ট্র এবং করপোরেট ক্ষমতার মধ্যকার দুর্নীতিগুলো নির্মূল করাকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। এসব দুর্নীতি আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, মধ্যবিত্ত শ্রেণিকে মানসিকভাবে ভেঙে দিয়েছে, আমাদের স্থল ও জলভাগকে দূষিত করেছে, আমাদের শিশুদের বিষাক্ত অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে এবং আমাদের কাছ থেকে মূল্যবোধ ও স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে।’মার্চে নিউ হ্যাম্পশায়ারে এক জনসমাবেশে কেনেডি বলেন, তিনি বড় ধরনের বাধা অতিক্রম করেছেন। তাঁর স্ত্রীও তখন আভাস দিয়েছিলেন, কেনেডি জুনিয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।কেনেডি জুনিয়র বেশ কয়েক বছর ধরেই টিকাবিরোধী প্রচারণা চালিয়ে আসছেন। এর জন্য ব্যাপক বিরোধিতার মুখেও পড়তে হয় তাঁকে। এমনকি পরিবারের সদস্যদের কাউকে কাউকেও তাঁর বিরোধিতা করতে দেখা গেছে। ২০২১ সালে কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি তাঁর ভাইকে টিকা ইস্যুতে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেন।২০১৪ সালে অভিনেত্রী চেরিল হাইন্সকে বিয়ে করেন কেনেডি জুনিয়র। এটি তাঁর তৃতীয় বিয়ে। এ দম্পতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে থাকেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!