Friday, October 18, 2024
বাড়িজাতীয়মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করল দিল্লি আদালত

মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করল দিল্লি আদালত


নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বড়সড় ধাক্কা খেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। আজ শুক্রবার সিসোদিয়ার জামিন আর্জি খারিজ করেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপাল।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি একটানা জিজ্ঞাসাবাদের পরে দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে বেশ কয়েকদিন নিজের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পরে জানায় আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতাকে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আর্জিতে সায় দিয়ে সিসোদিয়াকে তিহাড় জেলে পাঠায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। যদিও তাতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট।

তার পরেই দিল্লির বিশেষ আদালতের বিচারক এম কে নাগপালের এজলাসে জামিনের আর্জি জানান সিসোদিয়া। স্ত্রীর শারীরিক অসুস্থতা এবং পড়াশোনার জন্য ছেলের বিদেশে থাকার কথাও উল্লেখ করেছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। সিবিআই যখন ডাকবে তখনই সাড়া দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। গত ২৪ মার্চ জামিন আর্জির শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারক এম কে নাগপাল। এদিন রায় দিতে গিয়ে সিসোদিয়ার জামিন আর্জি নাকচ করে দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য