Monday, August 11, 2025
বাড়িরাজ্যঅভিযোগ পেয়ে ভগিনী নিবেদিতা ছাত্রীবাস পরিদর্শন করলেন মন্ত্রী

অভিযোগ পেয়ে ভগিনী নিবেদিতা ছাত্রীবাস পরিদর্শন করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : অভিযোগের পর হুশ ফিরলো মন্ত্রীর।‌ গত ১৫ ডিসেম্বর আগরতলা কৃষ্ণনগর স্থিত ভগিনী নিবেদিতা ছাত্রীবাসের ইনচার্জের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়ে শিক্ষামন্ত্রীর দারস্থ হয় আবাসনে ছাত্রীরা। দীর্ঘ দিন ধরে হোস্টেলে চলে আসা নানাহ সমস্যার বিষয়ে মন্ত্রীকে অবগত করেন তারা। পানীয় জল, বিদ্যুৎ, নিম্ন মানের খাবার পরিবেশন ও ছাত্রী বাসের নিরাপত্তা বিষয়টিও জানান তারা।

এর উপর ইনচার্জের আসৌজন্য মূলক আচরণ ও তাঁর স্বামীর ব্যবহার নিয়েও ক্ষোভ জানান আবাসিকেরা। এস সি ওয়েলফেয়ার দপ্তরের অধিনে থাকায় মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন বলেও আশ্বাস দেন। সেই মোতাবেক শনিবার কৃষ্ণ নগর স্থিত ভগিনী নিবেদিতা ছাত্রীবাস পরিদর্শনে জান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। আবাসনটি ঘুরে দেখার পাশাপাশি আবাসনে থাকা ছাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তাদের অভিযোগ গুলি গুরুত্ব সহকারে শোনেন। ছাত্রীবাসের রান্না ঘড় এবং অন্যান্য পরিকাঠামো গুলি ঘুরে দেখেন। ছাত্রীবাসের ব্যবস্থাপনা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। ইনচার্জ ডা তৃপ্তি সাহার সঙ্গে কথা বলেন। এদিকে ছাত্রীরা এদিন অভিযোগ করেন গোটা ঘটনা প্রকাশ্যে আনায় ইনচার্জ এবং তাঁর স্বামী তাদের ক্রমাগত হুমকি দিচ্ছেন। তার  উপর জুটছে অকথ্য ভাসায় গালি গালাজ। মিথ্যা অভিযোগ তুলে ইনচার্জ এবং স্বামী প্রতিনিয়ত ছাত্রীদের ভয় ভীতি প্রদর্শন করছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ছাত্রীদের টার্গেট  করে করে অপামানিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রীরা। পরিদর্শন শেষে মন্ত্রী ভগবান চন্দ্র দাস জানান তার কাছে খবর ছিল ছাত্রীবাসে কিছু সমস্যা রয়েছে। যে কারনে এই সফর। ইনচার্জের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছে ছাত্রীরা। এই অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কিন্তু চারটি দপ্তরের অধীনে থাকা মেয়েরা এই ছাত্রীবাসে থাকে।

তাই সমস্ত দপ্তরকে অবগত করা হবে বলেও জানান তিনি। প্রতিটি হোস্টেল যাতে সুন্দর হয় এটাই চায় সরকার। পর্যাপ্ত অর্থ প্রদান করা হয়েছে। সঠিক ভাবে গড়ে তোলার ক্ষেত্রে ইনচার্জের ভূমিকা সঠিক ছিল না বলে এই ধরনের অভিযোগ উঠছে বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অন্যদিকে ইনচার্জ নিজের সাফাই গাইলেন। গোটা ঘটনায় উল্টে আবাসীকদের উপর দোষ চাপান ইনচার্জ ডা তৃপ্তী সাহা। তবে এদিন নিজের বক্তব্যেই আটকে জান ইনচার্জ। তার স্পস্টী করণ দিতে পারলেন না। স্বামীর কোন ভূমিকা নেই বলে সাফাই গান ইনচার্জ। এই হোস্টেলে ১৯৮ জন ছাত্রী রয়েছে। বর্তমান ইনচার্জ ডা তৃপ্তী সাহা ২০২১ সালের নভেম্বর থেকে এই হোস্টেলের দায়িত্ব ভার গ্রহণ করেন। ভগিনী নিবেদিতা ছাত্রী বাসের সমস্যা অব্যাহত রইল। ইনচার্জ তার সাফাই গাইলেন। এখন দেখার দপ্তর তদন্ত ক্রমে কি পদক্ষেপ গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!