Saturday, December 13, 2025
বাড়িরাজ্যকর্মচারীর সংগঠনের গণঅবস্থান

কর্মচারীর সংগঠনের গণঅবস্থান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর :  বকেয়া দিয়ে প্রদান করা এবং শূন্যপদ পূরণ করা সহ বিভিন্ন দাবি নিয়ে সরব হলো ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি। রবিবার আগরতলা শহরে গণ অবস্থান করে সরকারের উদ্দেশ্যে এই দাবিগুলি তুলে ধরেন। উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক জানান, এদিন গোটা রাজ্যে দাবি গুলি জনগণের স্বার্থে সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয়ভাবে আগরতলা শহরে গণ অবস্থান অনুষ্ঠিত হয়।

 তারা জানান, রাজ্যের সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছে। আগে বছরে দুবার ডি এ প্রদান করা হতো। বর্তমানে সেই বকেয়া জমে হয়েছে ৩০ শতাংশ। সেই বকেয়া দেওয়ার কোন উদ্যোগ নেই সরকারের। তাই সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি সহ বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ করার দাবি তোলা হয়েছে। কারণ দপ্তর গুলিতে বহু শূন্যপদ পড়ে রয়েছে। এই শূন্য পদগুলো আগে পূরণ না করে এখন যখন নির্বাচন এসেছে তখন শূন্যপদ গুলি পূরণ করার উদ্যোগ নিচ্ছে সরকার। কিন্তু কবে নাগাদ এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সে বিষয়ে কোনো দিশা নেই সরকারের। এর তীব্র সমালোচনা করেন তিনি। এদিন গণ অবস্থানে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য