স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ডিসেম্বর : ধর্মনগর বার লাইব্রেরির সামনে ঘটে গেল দুর্ঘটনা। বহিঃ রাজ্যের এক আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা অল্পের জন্য প্রাণে বাঁচলেন। পুলিশের একটি বোলেরো গাড়ির ধাক্কা দেয় স্টলে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি বোলেরো গাড়ি ধাক্কা দেয়।
এতে তার দোকানে রাখা সমস্ত কাচের বোতল, বনেদি আয়ুর্বেদিক ওষুধ ও অন্যান্য সামগ্রী নষ্ট হয়। ঘটনার সময় ওষুধ বিক্রেতা পাশের দোকানে টিফিন করছিলেন। এলাকাবাসীর অভিযোগ, চালক আগেও এক মহিলা আইনজীবীকে ধাক্কা দিয়েছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন তিনি। এলাকাবাসী দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ক্ষতিপূরণ দিতে হবে গাড়ি চালককে।

