Friday, November 22, 2024
বাড়িজাতীয়রানি কমলাপতি রেল স্টেশন দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

রানি কমলাপতি রেল স্টেশন দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): বহু প্রতীক্ষা শেষ। রানি কমলাপতি রেলওয়ে স্টেশন উদ্বোধন ও দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেলে মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ভোপালে নতুন করে সেজে ওঠা রানি কমলাপতি রেলওয়ে স্টেশন উদ্বোধন ও দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “শুধুমাত্র এই ঐতিহাসিক রেল স্টেশনই নয়, এই স্টেশনের সঙ্গে গিন্নরগড়ের রানি কমলাপতির নাম যুক্ত হওয়ায় এই স্টেশনের গুরুত্ব আরও বেড়েছে। রেলওয়ের গর্ব এখন গন্ডোয়ানার গর্বের সঙ্গে যুক্ত হয়েছে।”প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পরিস্থিতি উন্নতির আশা মানুষ হারিয়ে ফেলেছিল। যেমন চলছে, তেমনই চলবে এই ধারণা চলে এসেছিল। কিন্তু দেশ যখন সংকল্প বাস্তবায়নের লক্ষ্য নেয় তখন পরিবর্তন অবশ্যই আসে, আমরা বিগত কয়েক বছরে এমনটাই তো দেখছি। ৬ বছর আগে রেলের কথা মাথায় আসলেই, মানুষের মনে অনেক খারাপ খারাপ কথা আসত, যেমন স্টেশনের ভিড়, নোংরা, ট্রেনের জন্য অপেক্ষা করার সময় ঘন্টার পর ঘন্টা চিন্তা, বসার-খাওয়ার সুবিধা-অসুবিধা, নিরাপত্তার চিন্তা প্রভৃতি। সাধারণ করদাতা এবং মধ্যবিত্তরা সবসময়ই এই ধরনের অবকাঠামো ও সুযোগ-সুবিধার প্রত্যাশা করেছে। এটাই করদাতাদের প্রতি আসল সম্মান।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য