Friday, November 22, 2024
বাড়িরাজ্যবিজেপি সরকার অত্যাচারের সরকার : মানিক

বিজেপি সরকার অত্যাচারের সরকার : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : রাজ্যে আইনের শাসন নেই। বিজেপি ও আই পি এফ টি জোট সরকারের আমলে রাজ্যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আইন কানুন ধ্বংস করে দিয়েছে এই সরকার। কিন্তু বিচার চাওয়ার জায়গা নেই। থানায় গেলে মামলা পর্যন্ত নেওয়া হচ্ছে না। শুক্রবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে ত্রিপুরা মৃৎশিল্পী শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।

 আর এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা শুধু ত্রিপুরা রাজ্যে নয়। সারা দেশে কায়েম করে রেখেছে এ ধরনের স্বৈরাচারী শাসন ব্যবস্থা। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কিছুই পালন করছে না। সাধারণ গরিব মানুষ শহরে রাস্তার পাশে বসে রোজগার করত। তাদের পর্যন্ত ভাঙচুর করে রাস্তার পাশ থেকে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে বিকল্প ব্যবস্থা না করে তাদের তুলে দেওয়া ঠিক হয়নি। তারা বুল ড্রজার দিয়ে মানুষকে তুলে দিচ্ছে। এমনকি শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে যে বিশ্রাম করার ঘর ছিল, সেটাও বুল ড্রজার ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়। এখন শ্রমিকরা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকছে। বসার জায়গাটুকু নেই। কিন্তু বিজেপি আবার সরকারি জায়গা দখল করে দলীয় অফিস খুলছে। এই ড্রজার এর সরকার মানুষ চায় না। কারণ তারা বুল ড্রজার দিয়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে ত্রিপুরায়। আরো বলেন এই সরকারের আমলে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রতিশ্রুতি ছিল বছরে ৫০ হাজার চাকরি প্রদান করবে। কিন্তু দেখা গেছে ৫০ জনকেও চাকরি ঠিকভাবে দেয়নি। আউটসোর্সিং এর মাধ্যমে কিছু চাকরি দিয়েছে তারা। আর চাকরির গুলি কোন ঠিকানা নেই। যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। পুরো দেশটাকে তারা ঠিকাদারের হাতে তুলে দিতে চাইছে বলে জানান তিনি। তাই এই সরকারকে অত্যাচারের সরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত কনভেনশনে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য