Monday, May 19, 2025
বাড়িরাজ্যসংক্রমিত ৪৪৬, মৃত্যু ১

সংক্রমিত ৪৪৬, মৃত্যু ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : অব্যাহত করোনার চোখ রাঙানি। টিকাকরণের মধ্য দিয়ে রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও নতুন করে ভয় ধরাচ্ছে এই ভাইরাসের আরেক স্ট্রেন ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। এমনকি গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনে মৃত্যু আরো একজনের। ক্রমশ তেজী হচ্ছে সংক্রমণ। ৩,৬৭৩ জনের নমুনা পরীক্ষা করে আরো ৪৪৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।

এবার আশ্চর্যজনক বিষয় হলো পশ্চিম জেলারকে ছাপিয়ে গেছে দক্ষিণ জেলায় সংক্রমণ। সম্প্রতি রেকর্ড সংক্রমণ সনাক্ত হয়েছে দক্ষিণ জেলায়। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী পরিসংখ্যানে নিরিখে পশ্চিম জেলায় সংক্রমিত ১১০ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত ৩৯ জন, খোয়াই জেলায় সংক্রমিত ১২ জন, গোমতী জেলায় সংক্রমিত ৫৩ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ১১৫ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৫ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ৩৮ জন, উত্তর জেলায় সংক্রমিত ৪৪ জন।সংক্রমনের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২.১৪ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছে ২৯৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৭৮ শতাংশে। বহুরোগী হাসপাতালে চিকিৎসাধীনও রয়েছে। হোম আইসোলেশন এবং এ জি এম সি -র কোভিড কেয়ার সেন্টারে রোগীর সংখ্যা মোট ২,৩৮০ জন। মাস্ক পরিধান নিয়ে মানুষের মধ্যে কোন ধরনের সচেতনতা নেই। চলছে বেলাগাম কোভিড বিধি লঙ্ঘন। তবে রবিবার থেকে প্রশাসন ইতিবাচক ভূমিকা গ্রহণ করে চলেছে। মাস্কের জন্য জরিমানা আদায় করতে দেখা যায়। কিন্তু মানুষ মাস্ক পরিধান করতে চাইছে না। প্রশাসনিক আধিকারিকদের সাথে চলছে বাক বিতান্ড। এখন দেখার বিষয় প্রশাসন জরিমানা আদায় করে কোভিড বিধি নিষেধ সম্পর্কে মানুষকে কতটা সচেতন করতে সক্ষম হয়। নাহলে প্রতিদিন সংক্রমণ রেকর্ড ভাঙবে রাজ্যে। এভাবে চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!