Tuesday, August 12, 2025
বাড়িপ্রযুক্তিচিনা সরকারের মদতপুষ্ট হ্যাকারদের কবলে মোদি সরকারের জরুরি নথি!

চিনা সরকারের মদতপুষ্ট হ্যাকারদের কবলে মোদি সরকারের জরুরি নথি!

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২২ ফেব্রুয়ারি: চিনা সরকারের মদতপুষ্ট হ্যাকারদের কবলে মোদি সরকারের জরুরি নথি! তেমনই দাবি হ্যাকারদের এক দলের। পিএমও-সহ ভারত সরকারের নানা দপ্তরের পাশাপাশি রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাও তাদের টার্গেট ছিল বলে জানা যাচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তদন্তে এমনই বিস্ফোরক তথ্য জানা গিয়েছে বলে দাবি।

আই-সুন নামের এক সাইবার সুরক্ষা কনট্র্যাক্টর সংস্থা যারা চিনের জন নিরাপত্তা মন্ত্রকের সঙ্গে যুক্ত, তাদের তরফে বেনামে পোস্ট করা হয়েছিল অসংখ্য নথি, ছবি ও চ্যাট। আই-সুন ও চিনা পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে কীভাবে ওই ফাইলগুলি ফাঁস হল তা জানতে। সংস্থার দুই কর্মীর এমনই দাবি।

ফাঁস হওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে, চিনা সংস্থাটির টার্গেটের মধ্যে ছিল ভারতের অর্থ মন্ত্রক, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরও। তালিকায় রয়েছে ইপিএফও, বিএসএনএলের নামও। তবে ভারত ছাড়াও নেপাল, আফগানিস্তান, তুরস্ক, কম্বোডিয়া, মায়ানমারের মতো দেশও ছিল হ্যাকারদের টার্গেট। এমনকী, বেজিংয়ের ‘বন্ধু’ পাকিস্তানও! বাদ পড়েনি ন্যাটো, ইউরোপীয় প্রশাসন! এমনটাই জানা যাচ্ছে, ফাঁস হওয়া তথ্য থেকে। তবে কোন ধরনের তথ্য কতটা ফাঁস হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানতে পারেনি সর্বভারতীয় সংবাদমাধ্যমটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!