Friday, March 21, 2025
বাড়িরাজ্যরান্নার গ্যাসের মূল্য হ্রাস করার দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

রান্নার গ্যাসের মূল্য হ্রাস করার দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : সম্প্রতি রান্নার গ্যাসের মূল্য ৫০ টাকা বৃদ্ধি করে গৃহস্থের হেঁশেলে ফের আগুন লাগলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। গত এক বছরে রান্নার গ্যাসের মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে ২৪৪ টাকা। আর এর বিরুদ্ধে সরব হয়েছে এবার কংগ্রেস। মঙ্গলবার সকালে ৪ নং বড়জলা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা বড়জলা গ্যাস এজেন্সির সামনে ধর্নায় শামিল হয়।

এদিন ধর্নায় কংগ্রেস কর্মী সমর্থকরা সরকারের তীব্র সমালোচনা করেন। ২০১৪ সালে ৩৫২ টাকা রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু মূল্য ছিল। সে রান্নার গ্যাসের মূল্য বর্তমানে ১,২০০ টাকা ছুঁইছুঁই। শুধু রান্নার গ্যাস নয়, পেট্রোল ও ডিজেল সহ নিত্য প্রয়োজনে সামগ্রীর মূল্য আঁকাশ ছোঁয়া। এতে সাধারণ জনজীবনের উপর প্রভাব পড়তে শুরু করেছে। তাই সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে ত্রিপুরা রাজ্যের সবগুলো ব্লক কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অঙ্গ হিসেবে বড়জলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয়। সরকার যদি রান্নার গ্যাস সহ পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য হ্রাস করতে উদ্যোগ গ্রহণ না করে তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন বিক্ষোভ সভায় উপস্থিত প্রদেশ কংগ্রেসের এস সি চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য