Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যদুই শতাধিক পরিবার থেকে যোগদান করল কংগ্রেসে

দুই শতাধিক পরিবার থেকে যোগদান করল কংগ্রেসে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই :বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার তিন নেতা যোগদান করলেন কংগ্রেস দলে। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভার মধ্যদিয়ে করবুক বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সুবল দেববর্মা, অমরপুরের আইপিএফটি নেতা পবিত্র মোহন জমাতিয়া এবং তিপ্রা মথা দলের নেতা পঞ্চ সাধন জমাতিয়া কংগ্রেস দলে যোগদান করেন।

এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে তাদের হাতে কংগ্রেস দলের পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আশিস কুমার সাহা জানান এইদিন আইপিএফটি নেতা পবিত্র মোহন জমাতিয়া এবং তিপ্রা মথা দলের নেতা পঞ্চ সাধন জমাতিয়ার সাথে আরও প্রায় দুই শতাধিক ভোটার এইদিন কংগ্রেস দলে সামিল হয়েছে। এতে করে আগামিদিনে অমরপুড়ে কংগ্রেস দল আরও শক্তিশালী হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য