স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই :বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার তিন নেতা যোগদান করলেন কংগ্রেস দলে। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভার মধ্যদিয়ে করবুক বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সুবল দেববর্মা, অমরপুরের আইপিএফটি নেতা পবিত্র মোহন জমাতিয়া এবং তিপ্রা মথা দলের নেতা পঞ্চ সাধন জমাতিয়া কংগ্রেস দলে যোগদান করেন।
এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে তাদের হাতে কংগ্রেস দলের পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আশিস কুমার সাহা জানান এইদিন আইপিএফটি নেতা পবিত্র মোহন জমাতিয়া এবং তিপ্রা মথা দলের নেতা পঞ্চ সাধন জমাতিয়ার সাথে আরও প্রায় দুই শতাধিক ভোটার এইদিন কংগ্রেস দলে সামিল হয়েছে। এতে করে আগামিদিনে অমরপুড়ে কংগ্রেস দল আরও শক্তিশালী হবে বলে জানান তিনি।