স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই :নেশায় ডুবে যাচ্ছে রাজধানীর বেশ কয়েকটি এলাকা। পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়ে এবার আইন হাতে তুলে নেয়ার চেষ্টা করছে জনগণ। এর মধ্যে অন্যতম হলো আগরতলা দশমী ঘাট ক্লাব সংলগ্ন এলাকা। এলাকার ঘরে ঘরে ব্রাউন সুগারের নেশায় ডুবে যাচ্ছে যুবসমাজ। অবশেষে এলাকার নারী, পুরুষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বাধ্য হয়। গত কয়েকদিন আগে এলাকার নেশা কারবারি মামুন মিয়াকে এলাকাবাসী হুশিয়ারি করে দিয়েছিল সে যাতে কোনরকম নেশাদ্রব্য বিক্রি না করে।
কিন্তু এলাকাবাসীর নির্দেশকে উপেক্ষা করে সে পুনরায় ব্রাউন সুগারের কৌটা বিক্রি করে চলেছে এলাকায়। নেশা পাচারকারীদের সঙ্গে মামন মিয়ার নেটওয়ার্ক বহুদূর পর্যন্ত। তাই এলাকাবাসীর এবার করা মনোবৃত্তি নিয়ে নেশা বিরোধী অভিযানে নামতে বাধ্য হয়েছে। এলাকার মামন মিয়ার কাছ থেকে ব্রাউন সুগার ক্রয় করে আনার পর এক যুবককে আটক করে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসী বক্তব্য এলাকায় যদি কেউ ব্রাউন সুগার বিক্রি করে তাহলে তার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে। এই যুবক জানায় তার কাছে মামুন মিয়া ব্রাউন সুগার বিক্রি করেছে। জমির মধ্যে এনে তার কাছে ব্রাউন দিয়ে গেছে কুখ্যাত মামন। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা অভিযুক্তের বিরুদ্ধে।