স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : বেকার যুবক যুবতীদের স্বার্থে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলে মুদ্রা লোন চালু করা হয়েছিল। যাতে মুদ্রা লোন দিয়ে যুবক-যুবতীরা প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে মুদ্রা লোন ত্রিপুরা রাজ্যে ১ শতাংশও কার্যকর হচ্ছে না। এর তীব্র প্রতিবাদ জানায় প্রদেশ কংগ্রেস।
শনিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি আরো বলেন, বর্তমান বিজেপি সরকার কৃষক এবং শ্রমিক বিরোধী। তারা শ্রমিক এবং কৃষকদের স্বার্থে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না। তাই মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। তাই আসন্ন উপনির্বাচনের চারটি আসনে মানুষ কংগ্রেসকে সমর্থন করে জয়যুক্ত করবে বলে আশা ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। আরো বলেন, সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে ই ডি ন্যাশনাল হেরাল্ড মামলায় নোটিশ দিয়েছে। তাই এর প্রতিবাদে আগামী ১৩ জুন বড়জলা কংগ্রেস অফিস প্রাঙ্গণ এবং বড়জলা স্কুল মাঠ থেকে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়, সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা সারিতা লাইফ্রাং সহ অন্যান্য নেতৃবৃন্দ।