স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : রাজ্যের প্রত্যন্ত এলাকায় চড়ছে রাজনৈতিক পারদ। শুক্রবার রাতে গোলাঘাটি বিধানসভার গাবর্দি এলাকায় বিজেপির দলীয় অফিসে একদল দুষ্কৃতিকারী ভাংচুর চালায় । কিন্তু ঘটনাটি গভীর রাতে হওয়ায় স্থানীয়রা কাউকেই শনাক্ত করতে পারেনি। ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে যান।
ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিকারীদের এই ঘটনায় এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা তীব্র নিন্দা জানান। আকার ইঙ্গিতে অভিযোগের তীর তিপ্রা মথার দিকে। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা জানিয়েছেন ঘটনার সাথে যুক্ত দোষীদের শনাক্ত করার জন্য দলীয় কর্মী সমর্থকরা খোঁজ খবর নিচ্ছে। তবে ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় এভাবে প্রতিনিয়ত রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।