Monday, February 10, 2025
বাড়িরাজ্যরাজ্যে অবহেলা আই.পিআই.পি.এফ.টি -র, দাবি কার্যকর্তাদের

রাজ্যে অবহেলা আই.পিআই.পি.এফ.টি -র, দাবি কার্যকর্তাদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : আসন্ন উপনির্বাচনে হতাশায় রয়েছে আই.পি.এফ.টি। নির্বাচনে কোনরকম ভূমিকা নেই আই.পি.এফ.টি -র। এমনটাই গত কয়েকদিনে স্পষ্ট হয়ে গেছে। গত এপ্রিল মাসে সম্মেলনের পর থেকে দলের অন্দরে অশান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি তুলে ধরলেন গন্ডাছড়া মহকুমা রামনগর অঞ্চল কমিটির সহ-সম্পাদক শ্যামজয় রিয়াং। দল যে দুটি ভাগে ভাগ হয়ে আছে, তাতে দলের উপর প্রভাব পড়ছে।

রবিবার কালাঝাড়ি, রামনগর এবং নাক্কাছড়ি ভিলেজ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী দিনে তারা দলের সভাপতি হিসেবে মেবার কুমার জমাতিয়াকে সমর্থন করবেন। দল দুই ভাগের কারণে সারা রাজ্যে মানুষের কাছে আইপিএফটি অবহেলায় ভুগছে। এভাবে দু’ভাগে মূলত প্রধান কারণ হিসেবে মনে করছেন নরেন্দ্র চন্দ্র দেববর্মার কার্যকলাপ। তিনি অসুস্থ তাই দলের কর্মী সমর্থকরা মেবার কুমার জমাতিয়াকে ভোট দিয়ে সমর্থন করে সভাপতি হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু তা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্ত। তাই তারা আগামী দিনে মেবার কুমার জমাতিয়াকে সমর্থন করবে বলে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন এদিন। কিন্তু দলের ভাগাভাগি কারণে ইতিমধ্যেই যে দলে প্রভাব পড়তে শুরু হয়েছে তা স্পষ্ট হয়ে গেছে গত দেড় মাসে। আসন্ন উপনির্বাচন এবং ২০২৩ -এর বিধানসভা নির্বাচনের আগে দলের উপর এ ধরনের প্রভাব পড়াটা অনেকটাই অস্তিত্ব হারানোর মত অবস্থা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য