স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : চাকরির দাবিতে এবার রাস্তায় নামল বেকার যুবক যুবতীরা। দীর্ঘ নয় মাস অতিক্রান্ত হয়ে গেলেও জে.আর.বি.টি -র ফলাফল ঘোষণা হয় নি। এর পেছনে মূলত কি কারণ রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য ২০২১ সালের ২০ এবং ২২ আগস্ট জে আর বি টি -র মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা গ্রহণের ১০ মাস অতিক্রান্ত হতে চললেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না। গত ডিসেম্বর মাস থেকে জে.আর.বি.টি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন সদুত্তর পাওয়া যায়নি। ইতিমধ্যে উচ্চ আদালতে এই নিয়ে একটি মামলা হয়েছে।
যারা পরীক্ষা দিতে পারেনি তারা মামলা করেন। এই পরীক্ষায় আসাম, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা থেকে অনেক প্রার্থী পরীক্ষায় বসে। কিন্তু যারা মামলা করেছে তারা স্থানীয়। বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র ছিল দুই কিলোমিটারের মধ্যে। রবিবার অবিলম্বে জে.আর.বি.টি-র মাধ্যমে নেওয়া পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পন্ন করে অতিসত্বর নিয়োগের পক্রিয়া শেষ করার দাবিতে জে আর বি টি পরীক্ষার্থী বেকার যুবক যুবতীরা স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন বিবেকানন্দ মূর্তির পাদদেশের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই বিষয়ে জানান। মামলা চলায় গোটা পক্রিয়া বিলম্বিত হচ্ছে। তাই তারা নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান মামলা নিষ্পত্তি করে দ্রুত নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার জন্য। এই নিয়ে তারা গভীর অনিশ্চয়তায় ভুগছেন বলে জানান। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ-বিক্ষোভকারী যুবক-যুবতীদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।