Saturday, May 10, 2025
বাড়িরাজ্যশহরে কংগ্রেসের মৌন মিছিল

শহরে কংগ্রেসের মৌন মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ এপ্রিল :গত মঙ্গলবার ভূস্বর্গের পেহেলগাঁওয়ে জঙ্গি থানায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে এক মৌন প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়। উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। সদর জেলা কংগ্রেস সভাপতি বলেন, পেহেলগাঁওয়ে যে জঙ্গি আক্রমণ সংগঠিত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়।

অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া দাবি করছে সদর জেলা কংগ্রেস। তিনি আরো বলেন এই ঘটনায় সহমর্মিতা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি সর্বদলীয় বৈঠকে যোগ না দিয়ে ভোট প্রচারে গিয়েছেন। এর তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। কারণ দেশের এমন কঠিন সময়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কেন্দ্র সরকারকে বলেছেন এই সময়ে কংগ্রেস সরকারের পাশে আছে। কিন্তু প্রশ্ন হল এমন একটি সতর্কতা মূলক জায়গায় কেন কঠোর নিরাপত্তা ছিল না বলে জানান তারা। এদিন মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!