Wednesday, April 30, 2025
বাড়িরাজ্যরিকশায় বাংলাদেশের পতাকা ঘিরে লঙ্কাকাণ্ড, আটক ২ জন

রিকশায় বাংলাদেশের পতাকা ঘিরে লঙ্কাকাণ্ড, আটক ২ জন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ এপ্রিল :রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকার নকশা আঁকা। সেই রিক্সা ঘিরে হুলুস্থুল কাণ্ড আগরতলার জয়নগর নবোদয় সংঘ এলাকায়। স্থানীয় লোকজন প্রথমে রিকশা আটক করে। চালক জানান তিনি রিক্সার মালিক নয়। তখন রিকশা মালিক দুলাল মিয়াকে ডেকে আনা হয় ঘটনাস্থলে। রিকশা মালিক এসে সবার কাছে ক্ষমা চায়।

পাশপাশি টিনের উপর আকা নকশা কেটে ফেলা হয়। রিকশা চালক এবং মালিককে প্রশ্ন করা হয় কেন তারা এতদিন ধরে বাংলাদেশের পতাকা এঁকে শহরে ঘুরছেন ? এলাকাবাসীর মতে, বাংলাদেশের পতাকা এঁকে তারা এই দেশের অপমান করেছেন। এলাকায় উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। রিকশা চালক এবং মালিককে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। রিকশা মালিক দাবি করেন তিনি অনিচ্ছাকৃতভাবে এই নকশা এঁকেছেন। অভিযুক্ত রিক্সা মালিকের বাড়ি রামনগর চৌধুরী বাড়ি এলাকায়। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!