স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : তীথমূখ ঝনায় স্নান করতে গিয়ে আবারো দুপক্ষে মারপিটের ঘটনা সংঘটিত হল। ঘটনা বিবরণে জানা যায়, অমরপুর ও চেলাগাঙ থেকে তীর্থমুখ ঝর্নায় স্নান করতে এসে মদমত্ত অবস্থায় উশৃংখল হয়ে উঠে একদল যুবক, অন্যদিকে যতনবাড়ি থেকে একদল যুবক ওই ঝর্নায় স্নান করতে গেলে তাদের সাথে ও বাক বিতন্ডা শুরু করে হয়।
এই বাক বিতন্ডা এক প্রকার দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে থাকা টি এস আর জাওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও যতনবাড়ি থেকে যাওয়া যুবকরা যতনবাড়ি ফাঁড়িতে বিষয়টি জানালে যতনবাড়ি ফাঁড়ির ওসির নেতৃত্বে এই উশৃংখল যুবকদের যতনবাড়ি আই টি আই রাস্তায় আটক করে একটি গাড়ি ও দুটি বাইক যতনবাড়ির ফাঁড়িতে নিয়ে যায়। ঝরনায় মদমত্ত অবস্থায় উশৃংখল করাতে দুই জনের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়। এতে এক প্রকার বলা যায় তীথমুখ ঝর্না বিপদ হয়ে দাঁড়াবে না তো?