স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : খোদ ভাইস-চেয়ারম্যানের এলাকার রাস্তা অস্তিত্ব হারানোর মুখে। সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাইপাস রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে আছে। যার ফলে বর্ষা শুরু না হতেই দুর্ভোগ চরমে সোনামুড়াবাসীর। শহরের প্রায় প্রতিটি রাস্তার অবস্থাই এমন বেহাল।
রাস্তাটি সারাইয়ের কোন উদ্যোগ নেই পূর্ত দফতরের। সামান্য বৃষ্টি হলেই জল জমে থাকে সড়কটির উপর হওয়া বড় বড় গর্তগুলিতে। প্রতিনিয়ত ভারী যান চলাচল করাতে রাস্তার উপর ঢালাই দেওয়া পিচ উঠে এখন ইট ভেসে উঠেছে। এতে করে রাস্তার মধ্যে যে গর্তগুলি তৈরি হয়েছে সেই গর্তে বৃষ্টির জল জমে একাকার হয়ে থাকে। আর এই থেকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের শিকার বিভিন্ন যানবাহনের পাশাপাশি পথ চলতি মানুষজনের। বর্ষা শুরু হলে এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠবে তা সহজেই অনুমেয়। তাই পথ চলতি মানুষজনের পাশাপাশি এলাকাবাসীর দাবি দ্রুত এই রাস্তাটি সংস্কার করার জন্য।