স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : ১০ এপ্রিল থেকে শুরু হয়েছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া। শুক্রবার এর সমাপ্তি হয়। ১০ এপ্রিল এবং ১২ ই এপ্রিল হয় বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া। মূলত ৮৫ ঊর্ধ্বে যাদের বয়স বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার ভোট গ্রহণের সমাপ্তির দিন পশ্চিম ত্রিপুরা আসনে রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার ইন্দ্রনগর এলাকার সহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়ার সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।
এবং কোন ধরনের সমস্যা রয়েছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখেন। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা আসনের বাড়ি বাড়ি থেকে ভোট গ্রহণ প্রক্রিয়ার সমাপ্তি দিন আজ। সমাপ্তির দিন দুপুর দুটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। বাড়িতে বসে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি ৮৫ উর্ধ্ব ও দিব্যাঙ্গ ভোটাররা। জানা যায়, ৮৫ ঊর্ধ যাদের বয়স এবং যারা বাড়িতে বসে ভোট দিতে চায় তাদের আবেদনপত্র আগেই সংগ্রহ করা হয়। সেই আবেদনের ভিত্তিতে এইদিন ভোট গ্রহণ করা হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য ১৭ ও ১৮ এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে। সকল ভোটাররা যেন ভোট দিতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনে দুদিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করেছেন। দিব্যাঙ্গ ও যাদের বয়স ৮৫ বছরের আধিক তারা এইদিন বাড়িতে বসে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি।