স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : শনিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নতুন ভোটার ও যুব ভোটারদের নিয়ে এক সচেতনমূলক শিবির আয়োজন করা হয়। ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বিষয়ে অবগত করা হয়।
যাতে আগামী দিনে আরো শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরা যায়। এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত সিইও উষা জেন মগ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকের এই শিবির আয়োজনের ফলে ভোটাররা বুঝতে পারবে কেন ভোট দান প্রয়োগ করা হয়। আগামী দিনে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আগ্রহী হবে। সারা রাজ্যে এই ধরনের সচেতন মূলক কর্মসূচি করা হচ্ছে বলে জানান তিনি।