স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : বিজেপি -র জামানা জব্দ করতে ইন্ডিয়া জোট লোকসভা এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে লড়াই করবে। শুক্রবার দুর্গা চৌমুহনি এবং রামনগর এলাকায় মিছিল করে এই কথা জানান ইন্ডিয়া জোটের নেতৃত্ব সুদীপ রায় বর্মন। দুর্গা চৌমুহনি থেকে ইন্ডিয়া জোটের মিছিল সংঘটিত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনীত প্রার্থী রতন দাস এবং পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা।
সুদীপ রায় বর্মন বলেন, গণতন্ত্র বাঁচাতে, কর্মসংস্থান এবং মহিলাদের বাঁচাতে এই লড়াই। আজ জনগণের আশীর্বাদ নিতে আজকের এই মিছিল সংগঠিত করা হয় বলে জানান তিনি। তিনি বলেন যারা গণতন্ত্রের বিশ্বাসী নয়, তাদের উপর ভালো কিছু আশা করা যায় না।
এ সরকার দেশের গণতন্ত্রকে বিপদজনক স্থানে নিয়ে দাঁড় করিয়েছে। এখন পর্যন্ত দেখা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি দ্বারা গ্রেপ্তার করা হয়েছে, তেজস্বী যাদবকে ইডি নোটিশ দিয়েছেন। কংগ্রেসের অ্যাকাউন্ট সিস করে নেওয়া হয়েছে। ইডি এবং সিবিআই যারা দেশে দমন পীড়নের রাজনীতি চলছে। তাই গণতন্ত্র রক্ষা করার জন্য এই লড়াই বলে জানান তিনি। উপস্থিত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী রতন দাস বলেন, এবারের নির্বাচন ভারতবর্ষকে রক্ষা করা এবং জঘন্যতম সরকারকে ক্ষমতাচ্যুত করতে এই লড়াই। এই নির্বাচন দ্বারা বিজেপিকে পরাস্ত করতে পারে। গত ছয় বছরে রাজ্যে একটি সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে বাস্তবায়ন করে নিয়ে বলে অভিযোগ করেন তিনি। গরিব মানুষকে এবং ন্যায় বিচারের জন্য ইন্ডিয়া জোটের লড়াই বলে জানান তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।