স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ৫০০ বছর লড়াইয়ের পর রাম মন্দিরে রামলাল প্রান প্রতিষ্ঠা হয়েছে।
এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কর্পোরেটরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ চিঠি প্রেরণ করেন। নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দেশের ধর্মপ্রান মানুষের ৫০০ বছরের প্রতিক্ষার অবসান হয়েছে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এইদিন চিঠি প্রেরন করা হয়েছে।