স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার বিশালগড়ের মুন্ডাপাড়া এলাকা থেকে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, ১৬ ফেব্রুয়ারি আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে থেকে যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সজল দেবনাথের TR-01W-9333 নাম্বারের বাইকটি চুরি হয়ে যায়।
বাইকের মালিক জিবি ফাঁড়ি থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে বিশালগড় থানার পুলিশ বিশালগড়ের মুন্ডাপাড়ার গভীর জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করে। বিশালগড় থানার এক পুলিশ অফিসার জানান ওনারা বাইকের নাম্বারের সূত্র ধরে জানতে পারেন বাইকের মালিক যোগেন্দ্র নগর এলাকার বাসিন্দা সজল দেবনাথ। যথারীতি ওনারা সজল দেবনাথের সাথে যোগাযোগ করেন। তারপর আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এইদিকে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক সজল দেবনাথ।