স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : পাঁচ বছর বয়সী অনসূয়া ঘোষ এর সামাজিক কাজ দেখে গর্বিত সাধারণ মানুষ। শিশুবিহার স্কুলের কেজি টু-র ছাত্রীর এই সিদ্ধান্ত আগামী দিনে অনেককেই অনুপ্রানিত করবে নিঃসন্দেহে। অনুসূয়া নিজের চুল স্বেচ্ছায় দান করলেন এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে। জানা যায় নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৫০ বছর বয়সী সংঘমিত্রা শালিগ্রাম নামে এক মহিলা।
তিনি ক্যান্সার আক্রান্ত। কেমো দেওয়ার কারনে তাঁর মাথার চুল উঠে গেছে। পুনরায় মাথার চুল প্রতিস্থাপন করার জন্য আহ্বান জানান সংঘমিত্রা। বিষয়টি নজরে আসে ব্যাঙ্গালোরের একটি সামাজিক সংস্থার। তারাই বিষয়টি আগরতলা বড়দোয়ালী নিবাসী অনিমেষ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। তাদের পাঁচ বছর বয়সী ছোট্ট কন্যা অনসূয়া ঘোষ এর মাথার চুল অনেকটাই বড়। অনসূয়া ঘোষের পরিবার সিদ্ধান্ত মাথার এই চুল স্বেচ্ছায় দান করবেন। অবশেষে সংস্থাটির আহ্বানে সাড়া দিয়ে মেয়ের চুল কেটে ক্যান্সার আক্রান্ত মহিলার জন্য পাঠায় অভিভাবক। মেয়ের এই উদ্যোগে খুশী মা সীমা চাকমা। তিনি পেশায় শিক্ষিকা। তবে তাঁর মেয়ের মত অন্যান্যদের ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ছোট্ট অনসূয়া ঘোষের পিতা মাতা মহারাষ্ট্রের নিবাসীনি সংঘমিত্রা শালিগ্রামের জন্য তাদের মেয়ের চুল পাঠায়। ছোট্ট অনুসুয়ার এই উদ্যোগ সমাজের প্রতিটি স্তরের মানুষকে নীরবে অনেক কথা বলে গেল।